স্বদেশ ডেস্ক:
গাজীপুর থেকে মিল্টন কুণ্ডু (২৮) নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানা ভবনের ব্যারাক থেকে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বুধপাশা গ্রামের বাসিন্দা। পূজা উপলক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ১০ দিনের ছুটির আবেদন করেছিলেন মিন্টন। মঙ্গলবার তার ছুটি মঞ্জুর করেন কর্তৃপক্ষ।
টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, টঙ্গী পশ্চিম থানা ভবনের ব্যারাকে থাকতেন মিল্টন কুণ্ডু। রাতে তার ডিউটি ছিল। কিন্তু তিনি ডিউটিতে আসছিলেন না। একপর্যায়ে তার মোবাইলে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করছিলেন না। পরে থানা ভবনের ব্যারাকে গিয়ে মিল্টনের কক্ষের দরজা বন্ধ দেখেন অন্যান্য পুলিশ সদস্যরা। পরে ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় মিল্টন কুণ্ডুকে ঝুলতে দেখা যায়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হতাশা থেকে এসআই মিল্টন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।