শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বান্দরবানে ৭ দফা দাবিতে সকাল-সন্ধ্যা ধর্মঘট চলছে

বান্দরবানে ৭ দফা দাবিতে সকাল-সন্ধ্যা ধর্মঘট চলছে

স্বদেশ ডেস্ক:

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহ সাত দফা দাবিতে চট্টগ্রাম দক্ষিণাঞ্চল পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে চট্টগ্রাম কক্সবাজার ও চট্টগ্রাম বান্দরবান সড়কে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট চলছে।

বুধবার সকাল থেকে বান্দরবান কেরানিরহাট চট্টগ্রাম ও বান্দরবান কক্সবাজার সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার যানবাহনগুলোও বান্দরবান ছেড়ে যায়নি। তবে অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল করছে।

এছাড়া সড়কগুলোতে ট্যাক্সি সহ হালকা যানবাহন চলাচল করছে। তবে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন বিপাকে।

বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ঝন্টু দাশ জানান, সড়কগুলোতে বিআরটিএর অনুমোদনবিহীন সব ধরনের বাস চলাচল বন্ধ করা, থ্রি হুইলার সহ হালকা যানবাহন চলাচল বন্ধ করা, অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সাত দফা দাবিতে এই ধর্মঘট পালন করা হচ্ছে। অবিলম্বে এ দাবি পূরণ করা না হলে আগামীতে আরো কঠোর আন্দোলন দেয়া হবে বলে পরিবহন মালিক শ্রমিক সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877