শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জনতার স্রোত নামবে নয়াপল্টনে : রিজভী

জনতার স্রোত নামবে নয়াপল্টনে : রিজভী

স্বদেশ ডেস্ক:

সরকার ও প্রশাসনকে উদ্দেশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, কোনো বাধা কাজে আসবে না, জনতার স্রোত নামবে নয়াপল্টনে, বিএনপির জনসমাবেশে।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, রাজধানীর বিভিন্ন হোটেল, মেস তল্লাশি চালিয়ে বিএনপির নেতাকর্মীদের আটক করা হচ্ছে বলে অভিযোগ করেন।

তিনি বলেন, জনসমাবেশে নিয়ে সরকার ও তার অনুগত প্রশাসন বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। কোনো বাধা কাজে আসবে না, জনতার স্রোত নামবে নয়াপল্টনে, বিএনপির জনসমাবেশে।

এ সময় তিনি রাতে নেতাকর্মীদেরকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি এই মুখপাত্র বলেন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ,তাতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল আলম নাজু, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নেওয়াজ চৌধুরী শাওন ও কালীগঞ্জ স্বেচ্ছাসেবক দলের তোফাজ্জল হোসেন মফা, কালিয়াকৈর স্বেচ্ছাসেবক দলের সরকার তুহীন, কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সেলিমসহ ৫ জন৷

রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমীন ও পবা উপজেলা কৃষকদলের নেতা মো: রবিউল ইসলাম। দিনাজপুর জেলা ছাত্রদলের সভাপতি রেজা। যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি গোলাম রাব্বানী সোহেল। ফরিদপুর জেলা বিএনপি ১ম যুগ্ম-সাধারন সম্পাদক আফজাল হোসেন পলাশকে গ্রেফতার করেছে পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877