শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন

ইসরাইল হামাসের সক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত থামবে না : পুতিনকে নেতানিয়াহু

ইসরাইল হামাসের সক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত থামবে না : পুতিনকে নেতানিয়াহু

স্বদেশ ডেস্ক:

হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত গাজা উপত্যকায় ইসরাইল অভিযান বন্ধ করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপে তিনি এ কথা বলেছেন।

ইসরাইলের প্রধানমন্ত্রীর দফতর এই কথা জানিয়েছে।

খবর তাস’র।

প্রধানমন্ত্রীর দফতরের দেয়া এক বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু সোমবার সন্ধ্যায় পুতিনের সাথে টেলিফোনে কথা বলেছেন এবং ‘এটি স্পষ্ট করেছেন যে ইসরাইল জঘন্য এবং নিষ্ঠুর খুনিদের হাতে হামলার শিকার হয়েছে। তারা এসব খুনিকে রুখতে দৃঢ় সংকল্পবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবে যুদ্ধে নেমেছে। এক্ষেত্রে ইসরাইল হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত থামবে না।’

সোমবার ক্রেমলিন জানায়, পুতিন এবং নেতানিয়াহু ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে ক্রমবর্ধমান সঙ্ঘাতের বিষয় নিয়ে কথা বলেছেন।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট নিহত ইসরাইলিদের নিকটাত্মীয়দের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তিনি নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক হতাহত হয় এমন যেকোনো কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট এ অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক করতে সহিংসতা বৃদ্ধি রোধ করতে এবং গাজায় মানবিক বিপর্যয় এড়াতে মস্কোর বিভিন্ন পদক্ষেপ ইসরাইলি প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

সোমবার পুতিন ফিলিস্তিনি, মিসর, ইরান ও সিরীয় নেতাদের সাথে টেলিফোনে কথা বলেছেন। এসব ফোনালাপের হাইলাইট ইসরাইলকে জানানো হয়েছে।

ক্রেমলিন জানায়, পুতিন আরো বলেন যে, রাশিয়া এ সঙ্ঘাতের কূটনৈতিক সমাধানে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877