শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন

নিউইয়র্কে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্বদেশ ডেস্ক:

বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ’র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে গত ৯ অক্টোবর সোমবার এই মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মওলানা মির্জা আবু জাফর বেগ।

ডা. আবদুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউল হক মিশন। সঞ্চালনায় সহযোগিতায় ছিলেন ছাত্রদল নেতা মাজহারুল হক মিরন।

মাহফিলে যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে আবদুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ ও মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন সহ উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক কোষাধক্ষ জসিম ভূইয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদ এইচ চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ এম রেজা, আনোয়ার হোসেন, মো: শাহ আলম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সবুজ, জাসাস’র কেন্দ্রীয় নেতা গোলাম ফারুক শহীন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতেন, নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র আহবায়ক ওয়ালিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান ও ষ্টেট বিএনপির সদস্য সচিব জনাব সাইদুর রহমান সাঈদ, নিউইয়র্ক মহানগর বিএনপি’র (দক্ষিণ) আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা ও সদস্য সচিব বদিউল আলম, মহানগর বিএনপি’র (উত্তর) সদস্য সচিব ফয়েজ চৌধুরী, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী শ্রমিক দল-এর সভাপতি জাহাঙ্গীর এম আলম, নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ, নিউইয়র্ক মহানগর বিএনপি’র (দক্ষিণ) যুগ্ন আহবায়ক রুহুল আমিন নাসির, রেজবুল কবির, আলমগীর মৃধা, রিপন মিয়া, মহানগর বিএনপি’র (উত্তর) যুগ্ম আহব্বায়ক এমরান শাহ রন, শহীদ শিকদার, নিরা রাব্বানী, জাফর তালুকদার, বিএনপি নেতা মাসুদ হোসাইন, যুবদল নেতা আবুল কাশেম, ওহেদুজ্জামান নিলু প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877