স্বদেশ ডেস্ক:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া (মিল্টন ভূঁইয়া)-এর দুই পত্র আহনাফ রহমান ও আফনান রহমানের জন্মদিন পারিবারিকভাবে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে গত ৩০ সেপ্টেম্বর শনিবার নিউইয়র্ক সিটির ব্রুকলীনের একটি রেষ্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ও টিভি উপস্থাপক শফিক রেহমান, তার স্ত্রী তালেয়া রহমান, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সহ বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, বিএনপি নেতা আব্দুস সবুর, মোশাররফ হোসেন সবুজ, নিউইয়র্ক মহানগর বিএনপি’র (দক্ষিণ) সদস্য সচিব বদিউল আলম প্রমুখ সহ আহনাফ-আফনানের পরিবারের সদস্য ও আত্নীয়-স্বজন উপস্থিত ছিলেন।