স্বদেশ ডেস্ক:
ইসরাইল আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সাদা ফসফরাস গাজা আক্রমণে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে একটি মানবাধিকার সংস্থা।
ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটরের কৌশলগত পরিচালক মাহা হোসাইনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ অভিযোগ তুলেন।
এক্সে তিনি লিখেন, ‘এই অস্ত্রশস্ত্রগুলো হলো একটি নির্বিচারে অগ্নিসংযোগকারী অস্ত্র যা অক্সিজেনের সংস্পর্শে জ্বলে ওঠে। বদ্ধ স্থানে এ বিষাক্ত ধোঁয়া শ্বাসরোধ এবং শ্বাসযন্ত্রের স্থায়ী ক্ষতির কারণ হতে পারে।’
ইসরাইলের স্থল অভিযানে ভীত নয় হামাস
ইসরাইল গাজায় স্থল হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে এমন খবরের প্রতিক্রিয়ায় একজন হামাস নেতা আলজাজিরাকে বলেছেন, এতে তারা ভীত নন।
হামাসের রাজনৈতিক শাখার সদস্য গাজী হামাদ বলেন, ‘আমরা ভীত নই। আমরা শক্ত মানুষ। আমাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার শক্ত প্রতিজ্ঞা রয়েছে। আমাদের অনেক যোদ্ধা রয়েছে এবং আরো রয়েছে অনেক মানুষ, যারা আমাদের সমর্থন দিতে চান।’
‘এমনকি জর্ডান, লেবাননের সীমান্ত এলাকার এবং আরো অনেক স্থানের লোকজন এখানে এসে আমাদের সাথে যুদ্ধে যোগ দিতে চান।’
এ সময় হামাদ হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, ‘গাজা কোনো বাগান নয়, এখানে এলে তাদের (ইসরাইল) অনেক মূল্য দিতে হবে।’
তিনি আরো বলেন, ‘এই অভিযানের শুরু থেকে আমরা ১ হাজার ২০০ জন যোদ্ধা পাঠিয়েছি, যারা ইসরাইলের ভাবমূর্তি, ইসরাইলের নিরাপত্তা, ইসরাইলের গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পরাশক্তি হিসেবে ইসরাইলের ভাবমূর্তি ধ্বংস করতে সফল হয়েছে।’
সূত্র : আলজাজিরা