শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন

রংপুরের টাকা নিয়ে মাদককারবারিকে ছেড়ে দেয়ায় ৪ পুলিশ অবরুদ্ধ

রংপুরের টাকা নিয়ে মাদককারবারিকে ছেড়ে দেয়ায় ৪ পুলিশ অবরুদ্ধ

স্বদেশ ডেস্ক:

টাকা নিয়ে মাদককারবারিকে ছেড়ে দেয়ার অভিযোগে রংপুরের গংগাচড়া গাওছোয়া বাজারে চার পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে স্থানীয়রা। পরে অতিরিক্ত ফোর্স নিয়ে তাদের উদ্ধার করা হয়।

বুধবার (১১ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৩টায় তাদের উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গঙ্গাচড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ এবং সহকারী (এএসআই) একরামুলসহ চার পুলিশ সদস্য বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার গজঘণ্টা ইউনিয়নের গাউছোয়া বাজার এলাকায় মাদককারবারি মনতাজ এবং অরজিনাকে ফেনসিডিলসহ গ্রেফতার করেন। পরে ৫০ হাজার টাকার বিনিময়ে মনতাজকে ছেড়ে দিয়ে অরজিনাকে থানার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই চার পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলী, গংগাচড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মিয়া অতিরিক্ত ফোর্সসহ ঘটনাস্থলে যান। রাত পৌনে ৩টার দিকে চার পুলিশ সদস্যকে উদ্ধার করে তারা।

গজঘণ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী জানান, ‘ঘটনা শোনার পরপরই আমি ঘটনাস্থলে যাই। সেখানের পরিস্থিতি খুবই উত্তপ্ত ছিল।’

গংগাচড়া মডেল থানার ওসি দুলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘তাদের উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারব।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877