মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৭ অপরাহ্ন

ইংল্যান্ডের কাছে হারের পর জরিমানাও

ইংল্যান্ডের কাছে হারের পর জরিমানাও

স্বদেশ ডেস্ক:

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। তার উপর শাস্তিও পেতে হলো সাকিব আল হাসানদের। মন্থর বোলিংয়ের জন্য বাংলাদেশ দলকে জরিমানা করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মঙ্গলবার ধর্মশালায় নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ৫০ ওভার বল করতে পারেননি সাকিবেরা। এক ওভার কম বল করেন তারা। তাই নিয়ম অনুযায়ী ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা হয়েছে তাদের। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ আইসিসি কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী জরিমানা করেছেন।

প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারালেও দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশকে হারতে হলো ইংল্যান্ডের কাছে। প্রথম ব্যাট করে ইংল্যান্ড জস বাটলারেরা করেন ৯ উইকেটে ৩৬৪ রান। জবাবে ৪৮.২ ওভারে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় ২২৭ রানে। ১৩৭ রানে হারতে হলেও প্রতিযোগিতায় ফিরে আশার ব্যাপারে আশাবাদী সাকিব। ম্যাচের পর তিনি বলেছেন, ‘একটা হারে ভেঙে পড়লে চলবে না। আবহাওয়া কিছুটা ঠান্ডা ছিল। আগের রাতে বৃষ্টির কারণেই হয়তো। আমাদের বোলিংয়ের শুরুটা ভালো হয়নি। ইংল্যান্ড এমন একটা দল, যাদের একটু সুযোগ দিলেই আপনার ওপর চেপে বসবে। যদিও আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে।’

সাকিব আরো বলেন, ‘শুরুতে দ্রুত উইকেট হারালে ৩৫০ রান তাড়া করা সম্ভব নয়। আমরা ১০ ওভারের মধ্যেই ৪ উইকেট হারিয়েছি। লম্বা প্রতিযোগিতা। আমাদের সামনে বেশ কিছু কঠিন ম্যাচ আছে। আজকের এই হারের পর আমাদের ভেঙে পড়লে চলবে না। আজকের ম্যাচের ইতিবাচক বিষয়গুলো খুঁজে নিয়ে সামনের ম্যাচগুলোতে ঝাঁপাতে হবে।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877