স্বদেশ ডেস্ক:
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দীর্ঘ সময় বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে লঞ্চ চলাচল।
আজ বুধবার সকাল ৯টা থেকে এ চলাচল শুরু হয়। এর আগে গতকাল মঙ্গলবার দুপুর থেকে রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকার প্রবেশ মুখে প্রচণ্ড স্রোত থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েন এই রুটে চলাচলকারী যাত্রীরা।
পাটুরিয়া লঞ্চঘাট সুপারভাইজার পান্না লাল নন্দী ঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।