শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ব্রঙ্কসে সম্মিলিত আওয়ামী পরিবার যুক্তরাষ্ট্রের আয়োজনে মতবিনিময় সভা

ব্রঙ্কসে সম্মিলিত আওয়ামী পরিবার যুক্তরাষ্ট্রের আয়োজনে মতবিনিময় সভা

স্বদেশ ডেস্ক:

৭৮তম জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী সিলেটের পাঁচ আওয়ামীলীগ নেতা ব্রঙ্কসে সম্মিলিত আওয়ামী পরিবার যুক্তরাষ্ট্রের আয়োজনে মতবিনিময় সভায় ভালবাসায় সিক্ত হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের অকুন্ঠ ভালবাসায়।সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক বিধান কুমার সাহা,সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান,সিলেট জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী,সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য নিজাম উদ্দিন,সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য সাবেক মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার।

 

গত ৪ঠা সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় আগত নেতাদের ঘিরে সিলেট বিভাগের নেতা কর্মীদের মিলনমেলা বসেছিল স্ট্রালিং বাংলাবাজারের গোল্ডেন প্যালেস মিলনায়তনে।সিলেট জেলা যুবলীগের সাবেক সভাপতি মামুন আহমদের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রেজা আব্দুল্লাহর পরিচালনায় অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা দিরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কুলঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশাহ,নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরী,সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান লেইছ চৌধুরী,প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন।

 

হল ভর্তি দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানের অন্যতম আয়োজক ব্রঙ্কস আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক রেজাউল হক রুহেল ও গোল্ডেন প্যালেসের কর্নধার বিলাল ইসলাম ফুল দিয়ে অতিথিদের কে বরন করে নেন।

পবিত্র কোরআন তেলওয়াত করেন কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক অধ্যক্ষ সানাউল্লাহ মিয়া,গীতা পাঠ করেন শ্রী অসিম চৌধুরী।

বাংলাদেশের জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সকল শহীদদের সম্মানে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।এর পর শুরু হয় বক্তব্যের পালা একে একে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সাধারন সম্পাদক সিরাজ উদ্দিন সোহাগ,ব্রঙ্কস আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত,মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সোহান আহমদ টুটুল,নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সহসভাপতি শেখ আতিক,সিলেট এমসি বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস সাখাওয়াত আলী,মদন মোহন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি শেখ মখলু মিয়া,স্বেচ্ছাসেবকলীগ নেতা দুরুদ মিয়া রনেল,স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ সেলিম,ব্রঙ্কস যুবলীগের সাবেক সভাপতি শাহীন কামালী,যুক্তরাষ্ট্র শ্রমিকলীগের সাধারন সম্পাদক জুয়েল আহমদ,সাবেক ছাত্রনীগনেতা নুরুউদ্দিন আহমদ,যুক্তরাষ্ট্র জাসদের সাধারন সম্পাদক নুর আলম জিকু,যুক্তরাষ্ট্র যুবলীগনেতা শেখ জামাল হোসেন,সিনিয়র সিটিজেন এসোসিয়েশনির সাধারন সম্পাদক কাজী রবিউজ্জামান,কমিউনিটি নেতা জুনেদ চৌধুরী,কুমিল্লা সমিতির সভাপতি দাউদ মোহাম্মদ,আওয়ামীলীগ নেতা শ্যামল চন্দ্র চন্দ প্রমূখ।

এছাড়া ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে কানেকটিকাট আওয়ামীলীগের সাধারন সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী,নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ শফিকুর রহমান,সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সেলিম রেজা,বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান বশির,কবি আবু তাহের চৌধুরী,ব্রঙ্কস আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ইমরান খন্দকার,সাংগঠনিক সম্পাদক ফরিদপুর রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি গোলাম রব্বানী বেলাল,যুবলীগনেতা মাহমুদুর রহমান,রবিউল ইসলাম।

অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পী কৃষ্ণা তিথী ও কামরুজ্জামান ফয়েজমনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।সবশেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

অতিথি বিধান কুমার সাহা বলেন আজ ব্রঙ্কসে আপনারা আমাদের কে যে সম্মান দেখিয়েছেন তা চিরদিন মনে থাকবে।আপনারা দেশে আসলে যে কোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সাধ্যমত সহযোগিতা করতে প্রস্তুত আছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877