স্বদেশ ডেস্ক:
আফগান দূর্গে আবারো সাকিবের আঘাত। লোভে ফেলে রহমত শাহকে ফেরালেন তিনি। লিটন দাসকে ক্যাচ অনুশীলন করিয়ে রহমত আউট হন ২৫ বলে ১৮ রানে। সুবাদে দ্বিতীয় উইকেটের দেখা পেল বাংলাদেশ।
১৬ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৮৪ রান। দুটো উইকেটই নেন টাইগার দলপতি। নবম ওভারে এসে প্রথমে ফেরান ইবরাহীম জাদরানকে। তাকে ফিরিয়ে ভাঙেন বিপজ্জনক হতে থাকা উদ্বোধনী জুটি।
৮.২ ওভারে ৪৭ রানে থামে যুগলবন্দী। ইবরাহীম জাদরান আউট হন ২৫ বলে ২২ করে। তবে আরেক ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ এখনো মাঠে আছেন। ৪৩ বলে ৩৭ রান এসেছে তার ব্যাটে। সাথে আছেন অধিনায়ক হাশমতুল্লাহ।