শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে বিশাল হচ্ছে গাঁজার বাজার

নিউইয়র্কে বিশাল হচ্ছে গাঁজার বাজার

স্বদেশ ডেস্ক:

সাড়ে আট হাজার পাউন্ড গাঁজা জব্দ হওয়ার প্রেক্ষাপটে গভর্নর ক্যাথি হোকুল নিউইয়র্কে গাঁজার বৈধ বাজার ব্যাপকভাবে সম্প্রসারণ করার কথা ঘোষণা করেছেন।

তিনি বলেন, নিউইয়র্কে ব্র্যান্ড-নিউজ গাঁজা শিল্পের প্রচলন এবং অবৈধদের দমন করার বিপুল অবকাশ আছে নিউইয়র্কে। ঠিক কাজটি করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কাজ করার অনুরোধ করছি। আমরা জাতির সামনে সবচেয়ে সাম্যপূর্ণ প্রাপ্তবয়স্কদের ব্যবহার করা গাঁজা শিল্প নির্মাণে কাজ করতে চাই, যা কমিউনিটিতে বিনিয়োগ করবে এবং অতীতের ভুলগুলো শুধরে দেবে।’

এই পরিকল্পনার মধ্যে রয়েছে বৈধভাবে ব্যবসা করতে আগ্রহীদের জন্য শত শত লাইসেন্স প্রদান করার ব্যবস্থা করা। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৪ অক্টোবর, এবং তা দুই মাস ধরে চলবে।

গভর্নর জানান যে অফিস অব ক্যানাবিস ম্যানেজমেন্ট এবং ডিপার্টমেন্ট অব ট্যাক্সেশন অ্যান্ড ফিন্যান্স গাঁজার ৮,৫০০ পাউন্ড অবৈধ পণ্য জব্দ করেছে এবং খুচরা বাজারে এর দাম ৪২ মিলিয়ন ডলারের বেশি।

গত সোমবার ও মঙ্গলবার পরিচালিত অভিযানে বেশির ভাগ গাঁজা জব্দ করা হয়। ম্যানহাটানের ওয়েস্ট সাডি এবং ডাউনটাউন ব্রুকলিনে পরিচালনা করা হয় প্রধান অভিযান। গভর্নর বলেন, এই অভিযানে অবৈধ গাঁজার দোকানের বিস্তৃতির বিষয়টি জানা গেছে।

তিনি বলেন, অবৈধভাবে গাঁজা বিক্রি বন্ধ করার জন্য স্থানীয়দের সাথে একযোগে কাজ করার পরিকল্পনাও গ্রহণ করা হচ্ছে।

গাঁজা বৈধভাবে বিক্রি করতে আগ্রহীরা নিউইয়র্ক বিজনেস এক্সপ্রেস প্লাটফর্মের মাধ্যমে লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৪ ডিসেম্বর।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877