স্বদেশ ডেস্ক;
সম্পত্তিতে বিনিয়োগের ব্যাপারে যুক্তরাষ্ট্রে সবচেয়ে আগ্রহী রাজ্য হলো নিউইয়র্ক। প্রতিটি রাজ্যের গড় মাসিক সার্চ আকার হিসাব করে এই তথ্য প্রকাশ করেছে ভিসিও লেন্ডিং। তারা সার্চ করা সম্পত্তি ও রিয়েল এস্টের সাথে সম্পর্কিত ১১টি সাধারণ পরিভাষার আলোকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
প্রতিটি রাজ্যের প্রতি এক লাখ লোকের সার্চের ভিত্তিতে ‘সবচেয়ে আগ্রহী’ এবং ‘সবচেয়ে কম আগ্রহী’র তালিকা তৈরী করা হয়।
নিউইয়র্কে প্রতি এক লাখ লোকের সার্চ ছিল ১২৪টি। দ্বিতীয় স্থানে থাকা ম্যাসাচুটসের চেয়ে সংখ্যাটি অনেক বেশি। ওই রাজ্যের সার্চ ছিল ১০৮টি। গত বছরে নিউইয়র্ক রাজ্যের গত মাসিক সার্চ ছিল ২৫,৩১৩টি। এর মধ্যে গড়ে ৭,৪৭৫টি সার্চ ছিল ‘রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট।’
একটিমাত্র রাজ্যই গড় মাসিক সার্চের দিক থেকে নিউইয়র্কের চেয়ে বেশি ছিল। সেটি হলো ক্যালিফোর্নিয়া। তাদের সার্চ ছিল ৩৮,৭৮৩টি। তবে রাজ্যটি সামান্যের জন্য তিন ডিজিটে যেতে পারেনি, প্রতি এক লাখ লোকে সার্চ ছিল ৯৯টি।
নিউইয়র্ক এবং ম্যাসাচুসেটসের পর প্রতি এক লাখ লোকের সার্চে শীর্ষ দশে থাকা রাজ্যগুলোর মধ্যে রয়েছে নিউজার্সি ১০০, ক্যালিফোর্নিয়া ও ম্যারিল্যান্ড ৯৮, জর্জিয়া ৯৭, হাওয়াই, ভার্জিনিয়া ও কলোরাডো ৯৪ এবং ওয়াশিংটন ৯০।