স্বদেশ ডেস্ক:
জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব সাবেক মন্ত্রী ও ডাকসু’র সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু স্মরণে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি নিউইয়র্কে সভা করেছে। মরহুম বাবলু’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গত ২ অক্টোবর সোমবার সন্ধ্যা ৭ ঘটিকায় জ্যাকসন হাইটের ঢাকা গার্ডেন রেষ্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু। সভায় যুক্তরাষ্ট্র জাপা’র উপদেষ্টা ও সাবেক কমিশনার মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি জসিম চৌধুরী, সহ সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ সেলিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মীর জাকির, মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, যুব সম্পাদক শফিউল আলম, যুগ্ম দপ্তর আবদুল মোতালেব, সদস্য হাসান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে মরহুম জিয়াউদ্দিন আহমেদ বাবলুর প্রতি স্মৃতিচরণ করে দোয়া ও মিলাদ শরীফ শেষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং পরকালে মহান আল্লাহতায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন সেই প্রত্যাশা করা হয়। পাশাপাশি তার জন্য প্রবাসীদেরও দোয়া কামনা করা হয়। এছাড়াও তার পরিবারের প্রতি সমাবেদনা জানানো হয়।
সভায় বক্তারা বলেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলু ছিলেন একজন রাজনৈতিক মানুষ, জাতীয় পার্টির মহাসচিব থাকার সময় বাংলাদেশের প্রতিটি গ্রামে, উপজেলা মহানগর কমিটি সুসসংগঠিত করে বাংলার মানুষের হৃদয়ে একজন মহান ব্যক্তির আসন গ্রহণ করেন। পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ তাকে সন্তানের মতো দেখতেন। আজ জাতীয় পার্টির এই সময়ে জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মতো নেতার অতি প্রয়োজন ছিল। তিনি মাটি ও মানুষের নেতা ছিলেন। সব সময় দেশের মানুষের কথা চিন্তা করিতেন।