স্বদেশ ডেস্ক:
বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ সিনেমায় জুটি বেঁধে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন। হাত ধরলেন তার দীর্ঘদিনের প্রেমিক তথা ব্যবসায়ী সেলিম করিমের। গতকাল রবিবার পাকিস্তানের রাওলপিন্ডির একটি পাঁচ তারকা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
মাহিরার ম্যানেজার অনুশয় তালহা খান ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যাতে দেখা যাচ্ছে, মাহিরা সেলিমের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় সেলিমকে চোখের পানি মুছতে দেখা গেছে। সেলিমও মাহিরার দিকে এগিয়ে এসে তার ঘোমটা তুলে দেয়। আবেগাপ্লুত সেলিম মাহিরার কপালে চুমু দিয়ে তাকে জড়িয়ে ধরেন। এ সময় মাহিরাকেও আবেগপ্রবণ হতে দেখা যায়।
বিয়েতে ‘রইস’খ্যাত অভিনেত্রী মাহিরার পরনে ছিল প্যাস্টেল রঙের লেহেঙ্গা, ওড়না। সঙ্গে রয়েছে ম্যাচ করা হিরার গহনা। অন্যদিকে সেলিম পরেছেন কালো রঙের শেরওয়ানি এবং নীল পাগড়ি।
বিয়ে উপলক্ষে ৬ দিনের জন্য হোটেল বুক করা হয়েছে। এতে ২০০ জন অতিথি রয়েছেন। দুই পরিবারের সদস্যরা যাতে বিয়ের আনন্দ উপভোগ করতে পারেন সেজন্য এ ব্যবস্থা।
২০০৭ সালে ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে শৈশবের প্রিয়তম আলী আসকারিকে বিয়ে করেছিলেন মাহিরা খান। এ সংসার তার একটি পুত্র সন্তান রয়েছে। তবে ২০১৫ সালে তাদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে। এরপর ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে সম্পের্কে জড়ায় মাহিরা। গত বছর মাহিরা তার প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনেন। সেলিমকে ডেট করার বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী।
তিনি আরও নিশ্চিত করেছিলেন যে তার প্রেমিক ইন্ডাস্ট্রির কেউ নন।
মাহিরাকে সামনে নেটফ্লিক্স সিরিজ ‘জো বাঁচায় হ্যায় সাং সামৈত লো’তে দেখা যাবে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ফাওয়াদ খান এবং সানাম সাইদ। ইতালি, যুক্তরাজ্য এবং পাকিস্তানে শুটিং সম্পন্ন হয়েছে সিরিজটির।
উল্লেখ্য, পাকিস্তানি টিভি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন মাহিরা খান। ফাওয়াদ খানের সঙ্গে ‘হামসফর’ ধারাবাহিকে অভিনয় করে বিশেষ খ্যাতি পান তিনি। ‘বোল’, ‘বিন রোয়ে’, ‘সাত দিন মহব্বত ইন’, ‘সুপারস্টার’সহ বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন এই অভিনেত্রী।