স্বদেশ ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ও উন্নত চিকিৎসার্থে বিদেশে পাঠানোর দাবিতে সুপ্রিম কোর্টে নারী আইনজীবীরা সমাবেশ করেছেন।
আজ বুধবার দুপুর ১টায় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে বিএনপিপন্থী নারী আইনজীবীদের উদ্যেগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক ট্রেজারার অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নীর সভাপতিত্বে এবং অ্যাডভোকেট নাসরিন আক্তারের সঞ্চালনায় নারী আইনজীবীদের সমাবেশে বক্তব্য রাখেন আইনজীবী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, ডঃ আরিফা জেসমিন নাহিন, শামীমা সুলতানা দীপ্তি, শাম্মী আক্তার, মৌসুমি আক্তার, আফসানা সুভ্রা, টুম্পা রিফাত, জেসমিন আক্তার, মিনা বেগম মিনি, মেহবুবা জুই, আনজুম আরা মুন্নী, সৈয়দা লাইলি, ফাতেমা আক্তার, নুর বাধন প্রমুখ।
সমাবেশে শতাধিক নারী আইনজীবী অংশ নিয়ে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় আন্দোলনের মাধ্যমে তারা সরকারের পদত্যাগের হুমকি দেন।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসা একজন মানুষের মৌলিক অধিকার। সাংবিধানিক অধিকার। অথচ এই মৌলিক অধিকার থেকে বেগম খালেদা জিয়াকে বার বার বঞ্চিত করা হচ্ছে। তিনি মানবিকতা দেখিয়ে অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা নেয়ার সুযোগ দেয়ার আহ্বান জানান।