স্বদেশ ডেস্ক:
নাৎসি বাহিনীর এক সদস্যকে সম্মান জানিয়ে তোপের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হলেন কানাডার পার্লামেন্ট স্পিকার অ্যান্থনি রোটা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার পার্টি নেতাদের সঙ্গে কথা বলে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান স্পিকার। তিনি বলেন, ‘পার্লামেন্ট আমাদের যে কারো চেয়ে বড়।’
শুক্রবার সকালে কানাডার পার্লামেন্টে স্বাগত জানানো হয় ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্তিকে। জেলেনস্কির বক্তব্য শেষ হওয়ার পর রোটা ৯৮ বছর বয়সী ইয়ারোস্লাভ হুনকাকে দেখিয়ে বলেন তিনি একজন কানাডীয় নায়ক। জেলেনস্কি হাত উঁচু করে তাকে সম্মান জানান এবং হুনকাও তাকে স্যালুট করেন।
এরপরই শুরু হয় সমালোচনার ঝড়। জানা যায়, হুনকা হিটলারের নাৎসি বাহিনীর সদস্য ছিলেন। মঙ্গলবার সকালে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানিন জলি এই ঘটনাকে অগ্রহণযোগ্য ও লজ্জাকর বলে মন্তব্য করেন। তিনি বলেন, রোটার উচিত সম্মান নিয়ে পদত্যাগ করা। কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরি পলিয়েভার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সমালোচনা করে বলেন, তিনি নাৎসি বাহিনীর বর্ষীয়ান সদস্যকে সম্মান জানিয়ে কানাডার জন্য লজ্জা বয়ে এনেছেন।
দ্য ফ্রেন্ডস অব সাইমন উইজেনথাল সেন্টার ফর হলোকাস্ট স্টাডিজ জানায়, হুনকা যেই ডিভিশনে কাজ করতেন সেই ডিভিশন অনেক নির্দোষ বেসামরিকের ওপর গণহত্যা চালিয়েছে।
রোটা বলেন, তিনি পরবর্তীতে হুনকা সম্পর্কে আরও তথ্য জেনেছেন এবং অনুতপ্ত বোধ করছেন। তিনি বলেন, ‘আমি কানাডানসহ বিশ্বের সব ইহুদিদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। এই ভুলে পুরো দায়ভার আমি নিচ্ছি।’