শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন

অভিবাসীদের জন্য নিউইয়র্কভিত্তিক ওয়ার্ক ভিসা!

অভিবাসীদের জন্য নিউইয়র্কভিত্তিক ওয়ার্ক ভিসা!

স্বদেশ রিপোর্ট:

নিউইয়র্ক সিটির আশ্রয়প্রার্থীদের সমস্যাটি সামাল দিতে অভিবাসীদের জন্য কেবল নিউইয়র্কের জন্য ওয়ার্ক ভিসার সুপারিশ করছেন নিউইয়র্ক রাজ্যের আইনপ্রণেতারা। তবে তা কঠোর ফেডারেল অভিবাসন আইনের সাথে সাংঘর্ষিক হবে বলে ধারণা করা হচ্ছে।

নিউইয়র্ক সিটি এবং আলবানি স্থানীয় শেল্টার সিস্টেমে থাকা প্রায় এক লাখ ১০ হাজার অভিবাসীর বোঝা লাঘব করার জন্য বেপরোয়া চেষ্টা করছে। অভিবাসীদের জন্য তিন বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার খরচ হয়েছে। তাদের জন্য মিউনিসিপ্যাল সংস্থাগুলোকে তাদের বাজেটের ১২ ভাগ অর্থ কমাতে হয়েছে।

রাজ্য অ্যাসেম্বিলওম্যান জেনিফার রাজকুমার, তিনি সিটি মেয়র এরিক অ্যাডামসের ঘনিষ্ঠ, এক বিবৃতিতে বলেছেন, ফেডারেল সরকার ওয়ার্ক পারমিট ইস্যু না করায় রাজ্যকেই নেতৃত্ব দিতে হবে, রাজ্যকেই কাজটি করতে হবে।

তিনি বলেন, রাজ্যের অভিবাসী সঙ্কটের মালিকানা গ্রহণ করার সময় এসেছে।

তিনি কেবল নিউইয়র্কের জন্য প্রযোজ্য হবে- এমন ওয়ার্ক পারমিট দেওয়ার সুপারিশ করেছেন। আর অন্তত তিন আইনপ্রণেতা তাকে সমর্থন করেছেন।

তাকে সমর্থন করে অ্যাসেম্বিওম্যান ক্যাটালিনা ক্রুজ বলেন, ফেডারেল সরকার কাজ করছে না। এটা লজ্জার বিষয়।

নিউইয়র্কভিত্তিক ওয়ার্ক পারমিটের ব্যাপারে জানতে চাইলে হোয়াইট হাউজের এক কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, এই ধারণা বাতিল করে দেওয়া যায় না। তবে কাজটি ফেডারেল সরকারের।

উল্লেখ্য, ফেডারেল আইনে অভিবাসীদের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতেই প্রায় ১৮০ দিন অপেক্ষা করতে হয়। আর আবেদন-প্রক্রিয়া সম্পন্ন হতে লাগে আরো দুই মাস।

রাজ্যের গভর্নর হোকুল বিষয়টি নিয়ে আইনসভার বিশেষ অধিবেশন করার বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877