বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন

ইলিশ বিচরণের পরিবেশ আগের মতো নেই : শিক্ষামন্ত্রী

ইলিশ বিচরণের পরিবেশ আগের মতো নেই : শিক্ষামন্ত্রী

স্বদেশ ডেস্ক:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চাঁদপুরে পদ্মা-মেঘনায় ইলিশ বিচরণের পরিবেশ আগের মতো না থাকায় কিছুটা কম পাওয়া যাচ্ছে।

এছাড়াও, নদীর নাব্যতা কমে যাওয়া, চর জেগে ওঠা এবং পানিতে দূষণ বেড়ে যাওয়ার মতো কারণও রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে চতুরঙ্গের আয়োজনে ১৫তম ইলিশ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ইলিশ মাছ মিঠা পানিতে ডিম ছাড়তে আসে। আবার সাগরে চলে যায়। জাতীয় এই সম্পদ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘ইলিশ উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে মৎস্য গবেষকরা নানাভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে জাটকা রক্ষার সময় মার্চ-এপ্রিল দু’মাস এবং মা ইলিশের প্রজননের সময় ২২ দিন প্রশাসন, কোস্টগার্ড, নৌ-পুলিশ, মৎস্য বিভাগ খুবই গুরুত্ব দিয়ে তা বাস্তবায়ন করে। এই সম্পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।’

দীপু মনি আরো বলেন, ‘অনেক বছর ধরে চাঁদপুরে এই ইলিশ উৎসব হয়ে আসছে। এটি শুধুমাত্র ইলিশ উৎসবই নয়, বরং এখানে সাংস্কৃতিক চর্চাও হচ্ছে।’

তিনি বলেন, ‘ইলিশ রক্ষায় নানাভাবে নানা সংগঠন এগিয়ে আসছে। সপ্তাহব্যাপী এই ইলিশ উৎসব যেন সফল হয়, আমি তা কামনা করছি।’
সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877