স্বদেশ ডেস্ক:
ভক্তদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামীকালই (বৃহস্পতিবার) মাঠে নামবেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরছেন অভিজ্ঞ এই দুই ক্রিকেটার।
প্রায় ছয় মাস আগে মাঠে নেমেছিলেন মাহমুদউল্লাহ, তামিমও শেষ ম্যাচ খেলেছেন মাস দুয়েক আগে। এশিয়া কাপেও নেই তারা, বিশ্বকাপ নিয়েও ছিল শঙ্কা। তবে ওই শঙ্কা ধীরে ধীরে দূর হচ্ছে। দল তাদের প্রয়োজনীয়তা বুঝেছে। শোনা যাচ্ছে, আসন্ন নিউজিল্যান্ড সিরিজ দিয়েই জাতীয় দলের জার্সি আবারো গায়ে তুলবেন তারা। তবে প্রক্রিয়াটা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকেই।
বৃহস্পতিবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্পেশাল সিরিজ। হাইপারফরম্যান্স ইউনিটের মুখোমুখি হবে বাংলা টাইগার্স। এ ম্যাচেই খেলার কথা রয়েছে তামিম ও রিয়াদের। থাকবে জাতীয় দলের রাডারে থাকা আরো বেশ কয়েকজন ক্রিকেটারের।
একটি ওয়ানডের সাথে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচও খেলবে ক্রিকেটাররা। মূলত এ সিরিজ আয়োজন করা হয়েছে এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে। তবে তামিম-মাহমুদুল্লাহর জাতীয় দলে ফেরার আগে পূর্ণ প্রস্তুতির স্বাদ দিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের।