স্বদেশ ডেস্ক:
আগামী ২১ অক্টোবর পাকিস্তানে ফিরবেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। আজ মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন তার ছোট ভাই ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজেরএক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, লন্ডনে নওয়াজ শরীফের নেতৃত্বে দলের শীর্ষস্থানীয় নেতাদের এক বৈঠকের পর এই তারিখ চূড়ান্ত করা হয়। জিও নিউজকে শেহবাজ বলেন, ‘২১ অক্টোবর পাকিস্তানের ফিরবেন নওয়াজ শরীফ।’
২০১৯ সালের নভেম্বর থেকে লন্ডনের স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন নওয়াজ শরীফ। ২০১৭ সালে সুপ্রিম কোর্টের রায়ে তাকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়। এরপর কারাগারে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে ২০১৯ সালে তাকে চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া হয়। এরপর থেকে সেখানেই আছেন তিনি।
লন্ডন তার সঙ্গে বৈঠকে অংশ নেন সুলেমান শেহবাজ, হাসান নওয়াজ, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী খাজা আসিফ, মালিক মোহাম্মদ আহমেদ খান ও নাসির জানুজা।
এর আগে গত সপ্তাহে নওয়াজ শরীফ নিজেই দেশে ফেরার কথা নিশ্চিত করেছিলেন। এরপর অক্টোবরে আসার কথা নিশ্চিত করেন তার ভাই শেহবাজ শরীফ। তিনি বলেন, অক্টোবরে দেশে ফিরবেন নওয়াজ শরীফ। এরপর নির্বাচনি প্রচারে অংশ নেবেন।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছিল সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দেশে ফিরতে পারেন নওয়াজ। তবে নির্বাচন কমিশন যখন জানিয়েছে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব নয়, তখন তাদের পরিকল্পনায় পরিবর্তন আসে।