স্বদেশ ডেস্ক:
বৃষ্টি শঙ্কা মাথায় নিয়েই শুরু হয়েছিল খেলা। অবশ্য শুরুতে ভালোই ছিল আবহাওয়া। তবে ইনিংসের মাঝামাঝি আসতেই শঙ্কা রূপ নেয় বাস্তবে। বৃষ্টি শুরু জয় তীব্রবেগে। দ্রুত মাঠ ছাড়েন ক্রিকেটাররা।
বৃষ্টির আগ পর্যন্ত অবস্থাতে স্বস্তিতেই আছে ভারত। ২৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছে তারা। মাঠে আছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।
এর আগে বাংলাদেশ সময় সাড়ে ৩টায় শুরু হয় চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াই। টসে হেরে ব্যাট করতে নামে ভারত। তবে রোহিত শর্মা ও শুভমান গিলের আক্রমণাত্মক ব্যাটিংয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। শতাধিক রানের জুটি গড়ে তুলেন দু’জনে।
অবশেষে ১৬.৪ ওভারে এসে ১২১ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ৪৯ বলে ৫৬ করে শাদাব খানের শিকার হন রোহিত শর্মা। পরের ওভারেই শাহিন আফ্রিদির শিকার হয়ে ফেরেন শুভমান গিল। ৫২ বলে ৫৮ রান আসে তার ব্যাটে।
প্রায় ১৫ মিনিট হয়ে গেলেও এখনো কমেনি বৃষ্টি। এমতাবস্থায় ভারত যদি আর ব্যাট করতে না পারে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়াবে ২০ ওভারে ১৮১ রান। আর যদি আজ আর মাঠে নামাই সম্ভব না হয়, তবে খেলা গড়াবে আগামীকাল, রিজার্ভ ডেতে।