শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিধ্বস্ত মরক্কোয় আবারো ভূমিকম্প

বিধ্বস্ত মরক্কোয় আবারো ভূমিকম্প

স্বদেশ ডেস্ক:

শক্তিশালী ভূমিকম্পে মারাত্মক বিধ্বস্ত ও প্রাণহানি হওয়া মরক্কোয় আবারো কম্পন অনুভূত হয়েছে। রোববার সকালে মাররাকেশ শহর ও এর আশপাশের এলাকায় ৪.৫ মাত্রার এ কম্পন অনুভূত হয়।

খাদিজা সাতো নামে শহরটির একজন বাসিন্দা জানিয়েছেন, এ কম্পনটি ভূমিকম্প-পরবর্তী ঝাঁকি বলেই মনে হয়েছে।

তিনি আলজাজিরাকে বলেন, ‘আমরা অনুভব করলাম মাটি নড়ছে। কম্পনে নতুন করে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু বিষয়টি উল্লেখযোগ্য ছিল।’

সাতো বলেন, শহরের উপকণ্ঠে থাকা তার মা-ও এ কম্পন অনুভব করেছেন।

ভূমিকম্প অ্যাপস অনুসারে, এর মাত্রা ছিল ৪.৫। এ অ্যাপসটি ব্যবহারকারিদের স্মার্টফোনে ভূমিকম্পের সঙ্কেত পাঠিয়ে থাকে।

এর আগে গত শুক্রবার রাতে ৬.৮ মাত্রার ভূমিকম্পে দেশটিতে এ পর্যন্ত প্রাণ গেছে ২ হাজার ১২ জন মানুষের। আহত হয়েছেন আরো ২ হাজার ৫৯ জন। এদের মধ্যে ১ হাজার ৪০৪ জনের অব্স্থা আশঙ্কাজনক। শক্তিশালী এই ভূমিকম্পের পর তিন দিনের শোক ঘোষণা করেছে মরক্কো।

সূত্র : আলজাজিরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877