স্বদেশ ডেস্ক:
আগামী বছর রিও ডি জেনারিওতে অনুষ্ঠিত হতে যাওয়া জি২০ সম্মেলনে অংশ নিলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেফতার করা হবে না বলে জানিয়ে দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা।
ভারতে চলতি জি২০ সম্মেলনে অংশ নেয়া লুলা ভারতের একটি পত্রিকার সাথে সাক্ষাৎকারে শনিবার এ কথা বলেন।
লুলা বলেন, তিনি রিওর সম্মেলনের আগে রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস (উন্নয়নশীল জাতিগুলোর সংগঠন) সম্মেলনে যোগ দেয়ার চিন্তা করছেন।
‘আমি মনে করি পুতিন সহজেই ব্রাজিল যেতে পারবেন। আমি যদি ব্রাজিলের প্রেসিডেন্ট থাকি, তিনি যদি এখানে আসেন, তাহলে তাকে কোনোভাবেই গ্রেফতার করা হবে না,’ বলেন লুলা।
উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধে বহু ইউক্রেনিয়ান শিশুকে নির্বাসিত করে পুতিন যুদ্ধাপরাধ করেছেন উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত মার্চে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
অবশ্য রাশিয়া এ ধরনের অভিযোগ অস্বীকার করে বলেছে, রাশিয়ান কোনো বাহিনী যুদ্ধাপরাধে যুক্ত নয় এবং কোনো ইউক্রেনিয়ান শিশুকে জোর করে ধরে নিয়ে যায়নি।
ওই গ্রেফতারির পর পুতিন সাধারণ আন্তর্জাতিক সম্মেলনগুলো এড়িয়ে চলছেন। সবশেষ ভারতে চলমান জি২০ সম্মেলনেও যোগ দেননি। এখানে দেশের প্রতিনিধিত্ব করছেন তার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
এদিকে, ব্রাজিল হচ্ছে রোম সংবিধিতে স্বাক্ষরকারী একটি দেশ। এ সংবিধির মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছিল আইসিসি।
শনিবার নয়াদিল্লি জি২০ সম্মেলনে গৃহীত ঘোষণাপত্রে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার নিন্দা জানায়নি, তবে অন্যের কোনো অঞ্চল দখলের জন্য যেন শক্তি ব্যবহার করা না হয় তার আহ্বান জানানো হয়েছে।
সূত্র : আলজাজিরা