শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৪:৪৬ পূর্বাহ্ন

হোয়াইট হাউজে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানাবেন না বাইডেন

হোয়াইট হাউজে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানাবেন না বাইডেন

স্বদেশ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি মাসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে দেখা করবেন। তবে হোয়াইট হাউজে তাকে স্বাগত জানাবেন না তিনি। শুক্রবার টাইমস অফ ইসরাইল এ তথ্য জানিয়েছে।

মার্চ মাসে বাইডেন ঘোষণা করেছিলেন, তিনি নেতানিয়াহুকে ‘অদূরের মেয়াদে’ আমন্ত্রণ জানাবেন না।

বাইডেন জানিয়েছেন, ডিসেম্বরে নেতানিয়াহুর ক্ষমতা গ্রহণের পর থেকে অতি-ডান জোটের বিচারিক সংশোধনের পরিকল্পনার মধ্যে ইসরাইলি গণতন্ত্রের অবস্থা সম্পর্কে তিনি ‘গভীর উদ্বিগ্ন’ ছিলেন।

টাইমস অফ ইসরাইলের এক সিনিয়র কর্মকর্তার প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু চলতি মাসের শেষের দিকে নিউইয়র্কে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের সাইডলাইনে বাইডেনের সাথে দেখা করবেন।

প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু প্রায় আট মাস আগে ক্ষমতা গ্রহণ করেন। এরপর থেকে মার্কিন প্রেসিডেন্টের সাথে দেখা করেননি তিনি।

জুলাই মাসে, নেতানিয়াহুর কার্যালয় ঘোষণা করেছিল যে বাইডেন তাকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তবে কোনো স্থানের নাম উল্লেখ করেননি।

২১ বা ২২ সেপ্টেম্বর নেতানিয়াহুর সাধারণ পরিষদে ভাষণ দেয়ার কথা রয়েছে।

হোয়াইট হাউস বসতি সম্প্রসারণ, ব্যাপকভাবে ফিলিস্তিনি-বিরোধী সহিংসতা, নাগরিক স্বাধীনতার হুমকিপ্রাপ্ত অবক্ষয় এবং বিচার ব্যবস্থাকে সংশোধন করার জন্য ইসরাইল সরকারের পরিকল্পনার নিন্দা জানিয়েছে।
সূত্র : মিডেল ইস্ট মনিটর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877