স্বদেশ ডেস্ক:
এশিয়া কাপে বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন লিটন কুমার দাস। সুপার ফোরে জার্সি গায়ে দেখা যেতে পারে এই ওপেনারকে। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতের ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশ্য দেশ ছাড়েন তিনি।
লিটনকে স্কোয়াডে যুক্ত করা হলেও এখনই কাউকে বাদ দেয়া হচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক বিবৃতিতে বিবিসির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘এশিয়া কাপের স্কোয়াডে কিছু চোট সমস্যা আছে। এর জন্য টিম ম্যানেজমেন্ট মনে করছে, বাড়তি খেলোয়াড় থাকা দরকার। আমরা বিসিবির মেডিক্যাল বিভাগের ছাড়পত্র পেয়েছি। লিটনের স্বাস্থ্য ঠিক আছে জেনে তাকে পাকিস্তান পাঠানোর সিদ্ধান্ত নেই।’
এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াডে এখন রয়েছে চার ওপেনার। আগে থেকেই ছিলেন নাঈম শেখ ও তানজিদ হাসান তামিম। মূল স্কোয়াডে ছিলেন লিটন। অনুশীলনও করেন দলের সাথে। তবে শেষ মুহূর্তে হঠাৎ জ্বরে আক্রান্ত হওয়ায় দলের সাথে উড়াল দেয়া হয়নি তার। তার বদলে দলভুক্ত হন এনামুল হক বিজয়। যদিও তাকে নামানো হয়নি কোনো ম্যাচে।
আসরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোরে সাকিব আল হাসানের দল। সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার (৬ সেপ্টেম্বর) সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।