রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন

মাদ্রিদ ডার্বি গোলশূন্য ড্র, বার্সেলোনার জয়

মাদ্রিদ ডার্বি গোলশূন্য ড্র, বার্সেলোনার জয়

স্পোর্টস ডেস্ক:

লা লিগায় রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের বহুল প্রতিক্ষিত ম্যাচটি গোলশূন্য (০-০) ড্রয়ে শেষ হয়েছে। অ্যাটলেটিকোর জোয়াও ফেলিক্স ও রিয়ালের এডেন হ্যাজার্ড ক্যারিয়ারের প্রথম ডার্বিতে গোল করতে সক্ষম হননি। এদিকে লা লিগার অপর ম্যাচে ২-০ গোলে গ্রানাডাকে হারিয়েছে বার্সেলোনা। সুয়ারেজ ও ফিরপো গোল পেয়েছেন। মেসিকে ছাড়াই খেলতে নেমেছিল কাতালানরা। এখন ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।

গ্রানাডা ও অ্যাটলেটিকো মাদ্রিদের সমান ১৪ পয়েন্ট। দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছে তারা। ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে রয়েছে বার্সেলোনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877