স্বদেশ ডেস্ক:
নিউইয়র্ক রাজ্যের সর্বোত্ম হাসপাতালের সর্বশেষ বার্ষিক তালিকায় এনওয়াইসি হেলথ + হসপিটালস/আলমহাস্টকে অন্তর্ভুক্ত করেছে ইউএস নিউজ এবং ওয়ার্ল্ড রিপোর্ট। তালিকায় নিউইয়র্ক সিটি হেলথ + হাসপাতালের যে ১০টি স্থানের নাম দেওয়া হয়েছে, এটি তার একটি।
এই প্রথম এনওয়াইসি হেলথ + হসপিটালস/আলমহার্স্ট এই তালিকায় অন্তর্ভুক্ত হলো। এটি নিউইয়র্ক মেট্রো এলাকায় ২৬তম এবং নিউইয়র্ক রাজ্যে ২৮তম স্থান অধিকার করেছে।
হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি সমস্যা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমুনারি ডিজিজ (সিওপিডি), স্ট্রোক, হিপ ফ্রাকচার ও নিউমোনিয়ার চিকিৎসায় হাসপাতালটির পরিষেবার কারণে তালিকায় এমন সম্মানজনক স্থান অধিকার করেছে।
র্যাংকিং করার সময় ইউএস নিউজ এবং ওয়ার্ল্ড রিপোর্ট রোগীদের হাসপাতালে থাকার সময়সীমা, হাসপাতাল ত্যাগের ৩০ দিনের মধ্যে পুনঃভর্তি বা মৃত্যু, নার্সের সংখ্যা, রোগীর সন্তুষ্ট, তথ্য স্বচ্ছতা ইত্যাদির ওপর জোর দেওয়া হয়। তালিকাটি প্রকাশ করা হয়েছে ১৬ আগস্ট।