স্বদেশ ডেস্ক:
দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা কাজল আগারওয়াল। প্রশংসা কুড়িয়েছেন বলিউডের সিনেমায় কাজ করেও। কিন্তু মা হওয়ার পর থেকে অভিনয়ে অনিয়মিত তিনি। এ বছর কাজলের কোনো সিনেমাই এখন পর্যন্ত বড়পর্দায় মুক্তি পায়নি। তবে ‘সিংহম’ তারকার ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আগামী ১৯ অক্টোবর। সেদিন মুক্তি পাবে কাজল অভিনীত সিনেমা ‘ভগবন্ত কেশরী’। তেলেগু ভাষায় নির্মিত ছবিটিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন তিনি। বিপরীতে দেখা যাবে নন্দামুরি বালাকৃষ্ণকে।
সম্প্রতি ‘ভগবন্ত কেশরী’ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন কাজল। সেখানে নিজের চরিত্র নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “দীর্ঘ সময় পর বড়পর্দায় ফিরছি। ২০২২ সালের আগে থেকেই সিনেমা থেকে দূরে ছিলাম। মাঝে দুটি কাজ করেছিলাম, যেগুলো ওটিটিতে মুক্তি পায়। সর্বশেষ ২০২১ সালে ‘মুম্বাই সাগা’ নামের সিনেমাটি বড়পর্দায় মুক্তি দেওয়া হয়। এরপর মাতৃত্বকালীন সময়ে আর সিনেমা করা হয়নি। এবার অনেক দিন পর বড়পর্দায় সিনেমা মুক্তি পাচ্ছে। আমি বেশ আনন্দিত এবং রোমাঞ্চিত। মেয়ে নিশাকে নিয়ে সিনেমাটি দেখতে যাব। আমার চরিত্রের নাম এখনই বলা যাচ্ছে না। প্রচারের পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান সাইন স্ক্রিন। তারাই মুক্তির আগে সবকিছু জানিয়ে দেবে। যেহেতু অনেক দিন পর ফিরছি তাই আমার চরিত্রে স্পেশাল কিছু থাকছে, এটুকু বলতে পারি।”
১০০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘ভগবন্ত কেশরী’ পরিচালনা করেছেন অনিল রাভিপুদি। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্রী লীলা, অর্জুন রামপাল, আর শার্থকুমার, টি এন বালাকৃষ্ণ ও শ্রী রাম রেড্ডি।