স্বদেশ ডেস্ক:
চীনের নতুন মানচিত্র প্রকাশকে কেন্দ্র করে বিতর্ক বেড়েছে। একেক দেশের আপত্তি একেকটি বিষয় নিয়ে।
আপত্তি প্রথম জানিয়েছিল ভারত। অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে মানচিত্রে নিজেদের বলে দাবি করেছে বেইজিং। এর কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ‘মানচিত্রে দেখালেই তা নিজের হয়ে গেল না।’
এবার আরো চার এশীয় দেশ ভারতের সুরে সুর মেলাল। ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন ও তাইওয়ান দাবি করেছে তাদের ভূখণ্ডকেও চীনা মানচিত্রের অন্তর্ভুক্ত করা হয়েছে। যার তীব্র বিরোধিতা করেছে এই চার দেশ।
ভিয়েতনাম সরকার বিবৃতি দিয়ে বলেছে, স্প্র্যাটলি ও পারাসেল দ্বীপের এলাকাগুলো নিজেদের বলে দাবি করেছে চীন। এই দাবি সত্যি নয়। এছাড়াও সমুদ্রভাগের বেশ কিছুটা এলাকাও মানচিত্রে চীনের অন্তর্ভুক্ত বলে দেখানো হয়েছে। যা একেবারে অবৈধ। একই দাবিতে মুখ খুলেছে ফিলিপিন্স, মালয়েশিয়া ও তাইওয়ান প্রশাসন। সাফ জানানো হয়েছে, চীনা আগ্রাসন কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অবশ্য বেইজিং এখনো দাবি করে আসছে, যা হয়েছে তা সার্বভৌম দেশের আইন ও বৈধ ভৌগোলিক বিস্তার মেনেই হয়েছে।
সূত্র : আজকাল