বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা মানুষ : গয়েশ্বর চন্দ্র

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা মানুষ : গয়েশ্বর চন্দ্র

স্বদেশ ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা মানুষ। তিনি স্বাধীনতার ডাক দিয়ে কোনো শত্রুর শিবিরে গিয়ে ওঠেননি। আত্মসমর্পণ করেননি। সম্মুখে ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন।

শুক্রবার সকালে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাজারে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের ভাষায় চট্টগ্রাম সার্কিট হাউসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদত বরণ করেছেন। তার জানাজায় ৩৫ লাখ লোক হয়েছিল। এদেশে জানাজা না হওয়ারও ইতিহাস রয়েছে। কেমন লোক হয়েছিল সেটাও সবার জানা আছে। অর্থাৎ যারা মারছে তারাই কবর দিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877