বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

ইউক্রেনে সঙ্ঘাত অবসানের কোন লক্ষণ দেখা যাচ্ছে না: জাতিসঙ্ঘ প্রধান

ইউক্রেনে সঙ্ঘাত অবসানের কোন লক্ষণ দেখা যাচ্ছে না: জাতিসঙ্ঘ প্রধান

স্বদেশ ডেস্ক:

জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বর্তমানে ইউক্রেনের সঙ্ঘাতের অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

তিনি উল্লেখ করেন, ‘আশা কখনো শেষ হয় না। তবে আমি অবশ্যই মিথ্যা বলব যদি আমি বলি যে আমি বিশ্বাস করি আমরা অবিলম্বে ইউক্রেনে শান্তির সম্ভাবনা দেখছি।’

ইউক্রেন পরিপ্রেক্ষিতে কোনো অগ্রগতি হয়েছে কিনা এই প্রশ্নে জাতিসঙ্ঘ প্রধান বলেন, ‘আমি মনে করি আমরা এখনও সেখানে নেই, এবং এই কারণেই বিশ্বের নাটকীয় নেতিবাচক প্রভাবগুলো কমানোর জন্য ব্যবস্থা নেয়া এতো গুরুত্বপূর্ণ।’

ইউক্রেন ইস্যুটি ১৯-২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের উচ্চ-স্তরের আলোচনায় স্থান পাবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দেশটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

সূত্র : তাস/বাসস

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877