স্বদেশ ডেস্ক:
বাড়িতে পোষা টিয়া পাখি হত্যার দায়ে ব্রিটেনের দুই নারীকে কারাদণ্ড দেয়া হয়েছে।
ওই দুই নারী হলেন কার্লাইল শহরের বাসিন্দা, নিকোলা ব্র্যাডলি (৩৫) এবং ট্রেসি ডিক্সন (৪৭)। দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে। মদ্যপানের পর নেশাগ্রস্ত হয়ে তারা আফ্রিকান গ্রে প্রজাতির টিয়া পাখিটিকে মেরে ফেলেন বলে জানা গেছে।
আদালতের রায় অনুসারে, মেরে ফেলার আগে পাখিটিকে পরিষ্কার করার স্প্রে দেয়া হয়েছিল। পরে পাখিটির ঘাড় ভেঙ্গে ফেলা হয়। বিচারকের মতে, ওই দুই নারীর নিষ্ঠুরতা ছিল সীমার বাইরে। তাদের দু’ জনকে ২৫ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। অভিযুক্তরা তাদের অপরাধ অস্বীকার করেন শুরুতেই। তাদেরকে অনির্দিষ্টকালের জন্য প্রাণী পোষা নিষিদ্ধ করা হয়েছে।
টিয়ার মালিক পল ক্রুকস আদালতকে বলেছেন, ঘটনার পর তিনি উদ্বিগ্ন যথেষ্ট। তিনি প্যানিক অ্যাটাক এবং ঘুমের সমস্যায় ভুগছেন।
সূত্র : আজকাল