বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

রাজকীয় ক্ষমার আবেদন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের

রাজকীয় ক্ষমার আবেদন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের

স্বদেশ ডেস্ক:

কারাগারে থাকা থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা রাজকীয় ক্ষমা চেয়েছেন বলে বৃহস্পতিবার এক মন্ত্রী জানিয়েছেন।

৭৪ বছর বয়সী এই ধনকুবের দু’বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। পরে ২০০৬ সালের সামরিক অভ্যুত্থানে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর তিনি স্ব-নির্বাসন যান। দীর্ঘ ১৫ বছর পর গত সপ্তাহে দেশে ফেরার সাথে সাথেই গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

তত্ত্বাবধায়ক বিচারমন্ত্রী উইসানু ক্রি-এনগাম বলেছেন, থাকসিন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। এর জন্য তাকে আট বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তিনি এর থেকে ক্ষমা চেয়ে আবেদন করেছেন।

সূত্র : এএফপি ও আল জাজিরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877