স্বদেশ ডেস্ক:
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুক্রবার ছাত্র সমাবেশ করবে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছাত্রলীগ ঘোষণা দিয়েছেÑ এ সমাবেশে তারা অন্তত পাঁচ লাখ শিক্ষার্থীর সমাগম ঘটাবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে এ সমাবেশ করবে কেন্দ্রীয় ছাত্রলীগ। প্রথমে ৩১ আগস্ট সমাবেশ করার ঘোষণা দেওয়া হলেও পরে তা পিছিয়ে ১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়।
সমাবেশ সফল করতে নেতাকর্মীদের ১০টি সাংগঠনিক নির্দেশনা দিয়েছে ছাত্রলীগ। এগুলো হলোÑ শৃঙ্খলা বজায় রাখতে হবে; বিশৃঙ্খলা ভাঙলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ; সমাবেশে প্রবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের নির্দেশনা মেনে চলা; সমাবেশস্থলে কোনোভাবেই ব্যানার নিয়ে প্রবেশ না করা; স্বেচ্ছাসেবকদের সরবরাহকৃত উপকরণের বাইরে কোনো পতাকা বা ফেস্টুন না আনা; দ্রুত সমাবেশস্থলে প্রবেশ করা; সমাবেশস্থল