শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গোপন বৈঠক নাকি চিকিৎসা, কেন সিঙ্গাপুরে বিএনপি নেতারা?

গোপন বৈঠক নাকি চিকিৎসা, কেন সিঙ্গাপুরে বিএনপি নেতারা?

স্বদেশ ডেস্ক:

বিএনপির শীর্ষ তিন নেতা সিঙ্গাপুরে কেন, তারা কি কোন গোপন বৈঠকের জন্য গেছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এগুলো খামোখা কথা। তারা বয়োজ্যেষ্ঠ এবং গুরুতর অসুস্থ। তাই চিকিৎসা করাতেই সিঙ্গাপুর গেছেন।’

তিনি বলেন, ‘আমাদের স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন তিনি তো গুরুতর অসুস্থ হয়ে এক মাস আগে সেখানে গেছেন। আমাদের মহাসচিব মহোদয়ও নিয়মিত সিঙ্গাপুর চিকিৎসা নেন। মির্জা আব্বাসও নানা জটিল রোগে ভুগছেন। তিনি চিকিৎসা নিতে সেখানে গেছেন। তাহলে ষড়যন্ত্রের প্রশ্ন আসবে কেন? তাদের কী উন্নত চিকিৎসা করার অধিকার নেই?’

আজ রোববার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অপেক্ষমান সাংবাদিকদের রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমানে দেশে যে ফ্যাসিবাদী শাসন চলছে, তাতে দেশে গণতন্ত্র নেই, মতপ্রকাশের স্বাধীনতা নেই। অবৈধ সরকারের বিরুদ্ধে অধিকার হারা, গণতন্ত্র হারা মানুষের আন্দোলন সংগ্রামে জাতীয় কবির কবিতা, গান ও জীবন আদর্শ আমাদের প্রেরণা জোগায়। আমাদেরকে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে উৎসাহিত করে। আমরা যখন মিছিল করি, আমরা যখন শ্লোগান দেই, আমরা যখন কারাগারে যাই তখন এ মহান কবির কবিতা আমাদের উদ্দীপনা যোগায়।’

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জাসাসের আহবায়ক হেলাল খান, ও সদস্য সচিব জাকির হোসেন রোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877