স্বদেশ ডেস্ক:
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা। আন্দোলন চলাকালীন প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন পাঁচ শিক্ষার্থী। এরপর দুপুর ২টার দিকে তাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আন্দোলনকারী ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের সেশনের পাবলিক ইউনিভার্সিটির ছাত্ররা সবাই তাদের এমবিএ শেষ করে ফেলেছে। কিন্তু আমরা এখনো ক্লাস-পরীক্ষায় কিছুই ঠিকমতো পাচ্ছি না। এর দায়ভার কে নেবে? আমাদের বিভিন্ন বর্ষের পরীক্ষা চলমান রয়েছে।’
অসুস্থ হওয়া শিক্ষার্থীদের বিষয়ে তিতুমীর কলেলের ছাত্র মোখলেছুর রহমান বলেন, ‘তারা গরমে হিটস্ট্রোক করে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে একজন আত্মহত্যার চেষ্টা করেছিল। তার আগে আমরা তাকে সেইফ করেছি। আমরা এ ধরনের আত্মহত্যার পক্ষে না। আমরা ইতোমধ্যে একটি টিম করেছি। যাদের দায়িত্ব থাকবে শিক্ষার্থীরা যেন কোনো আইনবিরোধী কাজ না করে।’