শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভারতে বাজির কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ছিন্নভিন্ন দেহ

ভারতে বাজির কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ছিন্নভিন্ন দেহ

স্বদেশ ডেস্ক:

ভারতের উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে এক বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে। এতে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের দাবি, নিহতদের মধ্যে কয়েকটি শিশুও থাকতে পারে।

জানা গেছে, রোববার সকাল সাড়ে ৮টার দিকে দত্তপুকুরের বাজি কারখানাটিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে- আশপাশের বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়দের দাবি, এখানে বেআইনিভাবে বাজি তৈরি করত। ওই বাজি দোতলা বাড়িতে মজুত করে রাখা হতো। তা ফেটেই এমন বীভৎস ঘটনা ঘটেছে।

বিস্ফোরণে ঠিক কতজনের প্রাণ গেছে, তা এখনো জানা যায়নি। বিস্ফোরণস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দেহাংশ। স্থানীয়রা মনে করছেন, কমপক্ষে ৬-৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্র : আনন্দবাজার

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877