শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
২০ সেনা সদস্য নিয়ে অস্ট্রেলিয়ায় মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

২০ সেনা সদস্য নিয়ে অস্ট্রেলিয়ায় মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

স্বদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি অঙ্গরাজ্যে মহড়ায় অংশ নেয়ার সময় বিধ্বস্ত হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই আকাশযানে প্রায় ২০ জন যাত্রী ছিলেন।

স্থানীয় সময় রোববার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে দেশটির ডারউইনের উপকূলে এ ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও তিমুর-লেস্টের সেনারা একযোগে এই যৌথ মহড়া চালাচ্ছে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এই অসপ্রে ভার্টিকাল টেকঅফ সামরিক বিমানে মার্কিন ‘প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা’ ছিলেন এবং এতে খুব সম্ভবত কোনো অস্ট্রেলীয় নাগরিক ছিলেন না।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি জানিয়েছে, একাধিক ব্যক্তিকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে এবং কারো প্রাণহানী হয়নি।

সংবাদমাধ্যমটি আরো জানায়, ডারউইন থেকে থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে মেলভিল দ্বীপে অসপ্রে-২২ আকাশযানটি ভূপাতিত হয়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, মহড়ায় প্রায় আড়াই হাজার সেনা অংশ নিচ্ছে। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫০০, ফিলিপাইনের ১২০, ইন্দোনেশিয়ার ১২০ এবং তিমুর লেস্টের ৫০ সেনা রয়েছে।
সূত্র : আল-জাজিরা ও রয়টার্স

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877