মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

ঢাকা ছাড়া সব মহানগরে বিএনপির কালো পতাকা মিছিল বিকেলে

ঢাকা ছাড়া সব মহানগরে বিএনপির কালো পতাকা মিছিল বিকেলে

স্বদেশ ডেস্ক:

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ ঢাকা ছাড়া দেশের সব মহানগরে কালো পতাকা মিছিল করবে বিএনপিসহ সমমনা জোটগুলো। আজ শনিবার বিকেল ৩টা থেকে একযোগে সব মহানগরে এ কর্মসূচি শুরু করবে দলটি। এজন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রতিটি মহানগরে কেন্দ্রীয় একজন সিনিয়র নেতা ছাড়াও নির্বাহী কমিটির সম্পাদক, সহসম্পাদক ও নির্বাহী সদস্যরাও অংশ নেবেন। তাদের দায়িত্বও ভাগ করে দেওয়া হয়েছে।

একই দাবিতে গতকাল ঢাকায় কালো পতাকা মিছিল করেছিল বিরোধী জোট। কালো পতাকা হাতে গণমিছিল করে সরকারকে পদত্যাগের চূড়ান্ত বার্তা দিতে চাইছে তারা।

বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর সরকারের দমন-নিপীড়ন ও গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে দুই দিনের এই কর্মসূচি ঘোষণা করা হয়। এরই অংশ হিসেবে আজ ঢাকা ছাড়া দেশের সব মহানগরে যুগপৎভাবে কালো পতাকা নিয়ে মিছিল করবে তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877