স্বদেশ ডেস্ক:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ফেনসিডিলসহ এক পুলিশ কনস্টেবল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে ধরা পড়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার সিংনগর গ্রাম থেকে কনস্টেবলসহ দুজনকে আটক করে বিজিবি। পরে তাদের থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া পুলিশ সদস্যের নাম খায়রুল ইসলাম। তিনি খুলনা মহানগর পুলিশে কর্মরত। অন্যজন সিংনগর গ্রামের বাসিন্দা রফিকুল। তাদের কাছ থেকে ৫৭ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ৮টার দিকে ঝিনাইদহের ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির সদস্যরা সিংনগর গ্রামে অভিযান চালায়। এ সময় ৫৭ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। পরে তাদের থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া। তিনি জানান, খায়রুল অনুমতি ছাড়াই কর্মস্থল খুলনা থেকে চুয়াডাঙ্গা যান। তিনি পুলিশ লেখা একটি মোটরসাইকেলে চেপে সেখানে গিয়েছিলেন, সেই মোটরসাইকেলটিও জব্দ করে বিজিবি।