স্বদেশ ডেস্ক:
গেল বছর জ্যাকুলিন ফার্নান্দেজের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন নোরা ফতেহি। এ নিয়ে দুজনের মধ্যে জলঘোলা কম হয়নি। সেই রেশ এবার পৌঁছে গেল কাজের জায়গাতে।
যে সিনেমা জ্যাকুলিন করার কথা ছিল, সেটি এখন নোরার দখলে! ফলে সিনেমায় পারিশ্রমিক যেমন হারালেন, সেইসঙ্গে জ্যাকুলিনকে বড় ক্ষতির মুখেও পড়তে হলো।