শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিদেশী নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা সেপ্টেম্বরে চূড়ান্ত : ইসি

বিদেশী নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা সেপ্টেম্বরে চূড়ান্ত : ইসি

স্বদেশ ডেস্ক:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিদেশী পর্যবেক্ষক নীতিমালা নিয়ে বুধবার পাঁচ মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বরের মধ্যে এ নীতিমালার খসড়া চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।

বুধবার (২৩ আগস্ট) বেলা ১১টা থেকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে দীর্ঘ দেড় ঘণ্টার বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এসব কথা বলেন।

জানা গেছে, বৈঠকে পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আইন, এনবিআর, তথ্য ও সম্প্রচারসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অশোক কুমার দেবনাথ বলেন, ‘নীতিমালা যাতে পর্যবেক্ষকদের সহায়ক, ইউজার ফ্রেন্ডলি ও সুবিধা হয়- সেই ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে পরে আবারো বসব। আরো কয়েকটা মিটিং লাগবে। এরপর খসড়া দেব। কমিশন তা অনুমোদন দিলে চূড়ান্ত করব।’

তিনি আরো বলেন, ‘এটা চূড়ান্ত হওয়ার পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওয়েবসাইটে বিজ্ঞপ্তি যাবে। তারা আবেদন করবে। আবেদন অনুযায়ী যে পদ্ধতি থাকবে, সে অনুযায়ী অনুমোদন পেয়ে তারা পর্যবেক্ষক হিসেবে আসতে পারবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877