শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
‘২-৪ মাস পেঁয়াজ না খেলে কিচ্ছু হবে না’

‘২-৪ মাস পেঁয়াজ না খেলে কিচ্ছু হবে না’

স্বদেশ ডেস্ক:

ভারতে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। সেইসাথেই বাড়ছে কৃষকদের ক্ষোভ। পেঁয়াজে ৪০ শতাংশ আমদানি শুল্ক বসানো হয়েছে। তার জেরে ক্ষোভ বাড়ছে। তবে এবার মুখ খুললেন দেশটির মহারাষ্ট্র রাজ্যের মন্ত্রী দাদা ভুষে। তিনি সাফ জানিয়েছেন, দু চার মাস পেঁয়াজ না খেলে বড় কিছু একেবারে হয়ে যাবে না। সেইসাথেই তিনি জানিয়েছেন, সকলের সাথে সমণ্বয় করেই এই আমদানি শুল্ক আরোপ করা হয়েছে।

মন্ত্রী জানিয়েছেন, আমরা যখন ১০ লাখ রুপি দিয়ে গাড়ি কিনতে পারি তখন ১০ রুপি-২০ রুপ দাম বাড়লে কিনতে পারব। আর যারা পেঁয়াজ কিনতে পারছেন না তবে তারা যদি দু চার মাস পেঁয়াজ না খান, তবে একেবারে বিরাট ফারাক হয়ে যাবে না।

এখানেই থামেননি তিনি। মন্ত্রী জানিয়েছেন, কখনো পেঁয়াজের দাম ২০০ রুপি প্রতি কুইন্টাল হয়ে যায়। আবার কখনো সেই পেঁয়াজের দামই ২০০০ রুপ প্রতি কুইন্টাল হয়। এনিয়ে আলোচনা করা যেতে পারে। একটা সমাধান ঠিক বের হবে।

তবে সামগ্রিক পরিস্থিতিতে ভারতে কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। এমনকি নাসিকে পেঁয়াজ নিলামে অংশ নিতে চাননি ব্যবসায়ীরা। বিভিন্ন জায়গায় ব্যবসায়ী ও কৃষকরা প্রতিবাদ কর্মূচিতে নেমেছেন।

তবে সূত্রের খবর, ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য ভারত সরকার তিন লাখ টন পেঁয়াজ মজুত করে রেখেছে। অতিরিক্ত দু লাখ টন পেঁয়াজ আরো মজুত করার ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

ভারতের অন্যতম বড় পেঁয়াজের বাজার হলো নাসিকে। ওই বাজার সোমবার বন্ধ ছিল। কারণ তাদের দাবি সরকার পেঁয়াজের উপর ৪০ শতাংশ আমদানি শুল্ক বসিয়েছে। এর জেরে কৃষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। কারণ তাদের দাবি, এই ধরনের শুল্ক কেবলমাত্র ব্যবসায়ীদের সুবিধা করে দেবে। এতে কৃষকদের কোনো লাভ হবে না।

তবে বাসিন্দাদের স্বস্তি দিতে ন্যাশানাল কো অপারেটিভ কনজিউমার ফেডারেশন অফ ইন্ডিয়া একাধিক আউটলেট ও ভ্যানের মাধ্যমে পেঁয়াজ বিক্রি করা শুরু করেছে। রাজধানী দিল্লির অন্তত ১০টি লোকেশনে এই পেঁয়াজ বিক্রি করা শুরু করেছে ন্যাশানাল কো অপারেটিভ কনজিউমার ফেডারেশন অফ ইন্ডিয়া।
সূত্র : হিন্দুস্তান টাইমস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877