স্বদেশ ডেস্ক:
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শূন্যে আটকে পড়া কেবল কার থেকে একজন শিশুকে উদ্ধার করা হয়েছে। আটকা আছে আরও ৫ শিশুসহ ৭ জন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
আজ মঙ্গলবার সকালে খাইবার পাখতুনখোয়ার বাট্টাগ্রামে তার ছিড়ে যাওয়ায় একটি কেবল কার বন্ধ হয়ে গেলে সেখানে আটকা পড়েন আটজন, এরমধ্যে ছয়জনই স্কুলপড়ুয়া শিশু। এরপর তাদের উদ্ধারে নামে পাকিস্তানের সেনাবাহিনী।
রুদ্ধশ্বাস এক পরিস্থিতিতে একজন শিশুকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাকিস্তান পুলিশের অ্যাসিস্টেন্ট কমিশনার জাওয়াদ হোসেন। তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনী ওই শিশুকে উদ্ধার করে। তাকে বেল্ট পড়িয়ে দঁড়ি দিয়ে বেধে হেলিকপ্টারে তোলা হয়। বাকি যাত্রীদেরও পরিধানের জন্য বেল্ট দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপের কমান্ডোরা এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। সেখানে অবস্থান করছে তিনটি হেলিকপ্টার। শিশুটিকে উদ্ধার করে নিকটস্থ একটি হেলিপ্যাডে নিরাপদে রাখা হয়েছে বলে জানোনা হয়।
পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এক বিবৃতিতে জানিয়েছে, তার ছিড়ে যাওয়ায় প্রায় ৯০০ ফুট উচ্চতায় একটি ক্যাবল কার আটকে পড়েছে। এতে আটজন রয়েছে, যার মধ্যে ছয়জন শিশু। মঙ্গলবার সকালে আল্লাই তেহসিল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। সকাল আনুমানিক ৭ টা থেকে ৮ টার মধ্যে এ ঘটনা ঘটে যখন দুইজন স্থানীয় ও ছয়জন শিক্ষার্থী তাদের স্কুলে যাচ্ছিল।