স্বদেশ ডেস্ক:
বলিউডের হার্টথ্রব নায়িকা ও বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের সৌন্দর্য্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। তার নীল চোখে মুগ্ধ নেট দুনিয়া। তার মতো চোখ পেতে পরামর্শ দিয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতা এবং মহারাষ্ট্রের মন্ত্রী বিজয়কুমার গাভিট।
সম্প্রতি নিজের বিধানসভা কেন্দ্র নন্দুরবারের এক জনসভায় বক্তৃতা দেন বিজয়কুমার গাভিট। সেখানেই তিনি দাবি করেন, নিয়মিত মাছ খাওয়ার কারণেই সুন্দর চোখের অধিকারী হয়েছেন ঐশ্বর্য। অন্যরাও একই কাজ করলে আকর্ষণীয় চোখ এবং ঝলমলে মসৃণ ত্বক পেতে পারেন।
বিজেপির এ নেতা আরও জানান, কেউ যদি অমন চোখের দিকে তাকান, তবে তিনি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়বেন। নিজের বক্তব্যে মাছের উপকারিতাও ব্যাখ্যা করেছেন গাভিট। তিনি বলেন, মাছের শরীরে তেল থাকে। তাই মাছ খেলে ত্বক হয় মসৃণ।
এনসিপি বিধায়ক অমল মিটকারি বলেছেন, আলটপকা মন্তব্য না করে নিজের দপ্তরের কাজ সামলান মন্ত্রী। এমনকি বিজেপি বিধায়ক নীতীশ রানেও দলীয় নেতার আজব দাবিকে ব্যঙ্গে করেছেন।
তিনি বলেন, আমি রোজ মাছ খাই। তাহলে আমার চোখও তো ঐশ্বর্যের মতো হওয়া উচিত ছিল! আমি গাভিট সাহেবকে জিজ্ঞাসা করব, এ ব্যাপারে কোনো গবেষণা আছে কি।