শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

অনেক এগিয়ে ট্রাম্প!

স্বদেশ ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টিতে নতুন মোড় দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা বিবেক রামস্বামী। তার সাথে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। একটি প্রাক্-নির্বাচনী সমীক্ষা বলছে, ডিস্যান্টিস এবং বিবেক রিপাবলিক পার্টির সদস্যদের ১০ শতাংশ করে সমর্থন পেয়েছেন। অবশ্য, প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে ৫৬ শতাংশ সমর্থন পেয়ে এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই।

প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বিবেকের প্রতি রিপাবলিকানদের সমর্থন ক্রমশই বাড়ছে। ওই প্রাক্ নির্বাচনী সমীক্ষা অনুযায়ী, তার সমর্থন অন্তত ৮ শতাংশ বেড়েছে। গত জুনে বিবেকের দিকে মাত্র ২ শতাংশ সমর্থন ছিল রিপাবলিকানদের। ওই সময়ে ডিস্যান্টিসের ঝুলিতে ছিল ২১ শতাংশের সমর্থন। কিন্তু এখন তা কমে দাঁড়িয়েছে ১০ শতাংশে। বিবেককে সমর্থন বৃদ্ধির অন্যতম কারণ— তরুণ প্রজন্মের রিপাবলিকান সমর্থকেরা। তাৎপর্যপূর্ণভাবে, রিপাবলিকান সমর্থকদের মধ্যে উচ্চ শিক্ষিত তরুণ-তরুণীদের সমর্থন পাচ্ছেন বিবেক। তার রাজনৈতিক উত্থানের পিছনে আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের একাংশের প্রভাব এবং প্রচারও নিয়েও জোর আলোচনা চলছে।

অনেকেই মনে করছেন, যে হেতু রিপাবলিকান পার্টির তরুণ সমর্থকেরা তাকে সমর্থন করছেন, সে ক্ষেত্রে ডিস্যান্টিসকে অচিরেই পিছনে ফেলে দিতে পারেন ভারতীয় বংশোদ্ভূত এই উদ্যোক্তা। তবে প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে গেলে তাকে এখনো দীর্ঘপথ পাড়ি দিতে হবে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877