শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন

কাঁচপুরে পুলিশের সাথে সংঘর্ষে বিএনপির ৮১৪ জনকে আসামি করে মামলা

কাঁচপুরে পুলিশের সাথে সংঘর্ষে বিএনপির ৮১৪ জনকে আসামি করে মামলা

স্বদেশ ডেস্ক:

ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর এলাকায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১১৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত সাত শ’ জনকে আসামি করে সোনারগাঁও থানায় মামলা করেছে পুলিশ।

সোমবার দুপুরে সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে মধ্যরাতে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ এ মামলা দায়ের করেন।

মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ ১১৪ জনকে আসামি করা হয়।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এতে ১১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত সাত শ’ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ, শনিবার বিএনপির পদযাত্রায় কাচঁপুরে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের টিয়ার ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ বিএনপির ৪০ জন নেতাকর্মী আহত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877