স্বদেশ ডেস্ক:
আবারও ব্যক্তিগত কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন চিত্রনায়িকা পরী মণি ও চিত্রনায়ক শরীফুল রাজ দম্পতি। এবার যা গড়িয়েছে হাসপাতাল অবধি। গত শুক্রবার রাজের রক্তাক্ত মাথার ছবি সামনে আসার পর এবার জানা গেল এর কারণ।
তার ঘনিষ্ঠজনের দাবি, মারামারি নয়, রাস্তায় দুর্ঘটনার শিকার হয়েছেন রাজ। আর এটা ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায়, পরীমণির বাসা থেকে বের হওয়ার পর।
রাজের সহকারী জানান, রাস্তায় বাইক দুর্ঘটনার শিকার হয়েছেন রাজ। এরপর হাসপাতালে গিয়ে মাথায় চারটা সেলাই নিয়েছেন।
অন্যদিকে, আজ রোববার ভারতীয় পত্রিকা আনন্দবাজারও প্রায় একই রকম বক্তব্য প্রকাশ করেছে। রাজের কলকাতার সহকারীর সঙ্গে যোগাযোগ করে পত্রিকাটি এই বক্তব্য প্রকাশ করেছে।
আজ সকালে ওই সহকারী জানান, গত বৃহস্পতিবার রাতে নায়িকার বাড়িতেই গিয়েছিলেন রাজ। কিন্তু রাতে বেরিয়ে এসেছিলেন তিনি। সেখানে পরীর সঙ্গে কিছু হয়েছে কি না তা বলা যাচ্ছে না। তবে ঘনিষ্ঠ সূত্র মারফত খবর এসেছে, রাস্তায় সম্ভবত কোনো দুর্ঘটনার শিকার হয়েছিলেন শরিফুল রাজ।
এমন বক্তব্য এলেও জখমের ধরনটা সড়ক দুর্ঘটনার মতো নয় বলে অনেকে মনে করছেন। কারণ মাথার তালুতে আঘাত পেয়েছেন রাজ। রাস্তায় পড়ে গেলে বা ধাক্কা লাগলে মুখসহ অন্যান্য জায়গায় ক্ষত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এমনকি রাজের পোশাকেও সে ধরনের চিহ্ন দেখা যায়নি।
এ দিকে ছেলেকে নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন পরী মণি। ফেসবুকে তিনি লিখেছেন, ‘মার্ক করে রাখতে ভাল লাগছে।’ তার এই পোস্ট ঘিরেও উঠেছে প্রচুর প্রশ্ন। কেন আচমকা এমন লিখলেন তিনি। পরী জানান, তার জ্বর। সুস্থ না হওয়া অবধি কথা বলতে চাইছেন না।